সাতকানিয়ায় পুলিশ-শিবির ‘বন্দুকযুদ্ধে’ আহত ৪
চট্টগ্রাম অফিস : সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিন পুলিশসহ চারজন আহত হয়েছেন।
মধ্যম কাঞ্চনা গ্রামের ধুপিপাড়ায় বশর বাহিনীর সঙ্গে শনিবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই নাজমুল, ফজলুর ও এএসআই আনসারুল। এ ছাড়া শিবিরকর্মী নাছির ওরফে কালা নাছির পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে আটক করা হয় শিবিরকর্মী রিমনকে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শিবিরকর্মী ও বশর বাহিনীর সক্রিয় সদস্য কালা নাছিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে নাছির মধ্যম কাঞ্চনা গ্রামের ধুপিপাড়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মী দাড়ি কামালের আস্তানায় অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
পুলিশ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ধুপিপাড়ায় অস্ত্র উদ্ধারে যায়। সেখানে বশর বাহিনীর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে নাছির আহত হন এবং ধাওয়া দিয়ে রিমনকে আটক করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বন্দুক, আট রাউন্ড গুলি, দুটি রামদা এবং একটি ছোরা উদ্ধার করে। আহত নাছিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আহত তিন পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
ওসি খালেদ হোসেন আরো জানান, অভিযানকালে পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে পাঁচ রাউন্ড গুলি বিনিময় হয়।
(দ্য রিপোর্ট/এমকে/এনডিএস/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)