দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর কাটাবন সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুর সাড়ে ৩টায় আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। অন্যদিকে দুপুর পৌনে তিনটায় গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনে ইলিশ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দমকল নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ আলী।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমডি/এইচএসএম/নভেম্বর ০৩, ২০১৩)