কুষ্টিয়ায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব
কুষ্টিয়া সংবাদদাতা : তীব্র শীতে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সাড়ে তিনশ’ রোগী ভর্তি হয়েছে। ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চলে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। বর্তমানে এ হাসপাতালের দুটি ওয়ার্ডে ১৭৮ শিশু ভর্তি রয়েছে।
এদিকে হাসপাতালে শয্যাস্বল্পতার ফলে অধিকাংশ রোগীকে ওয়ার্ডের বাইরে ও বারান্দার মেঝেতে রাখা হয়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের কেউ মারা না গেলেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।
২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. জমির উদ্দিন জানান, তীব্র শীতে জেলার বিভিন্ন এলাকায় অনেক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হলেও স্থান সঙ্কুলানের অভাবে চিকিৎসায় বেগ পেতে হচ্ছে।
(দ্য রিপোর্ট/এফএপি/এসএন/এএস/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)