‘মধ্যবর্তী নয়, একাদশ নির্বাচন চায় বিএনপি’
দ্য রিপোর্ট প্রতিবেদক : মধ্যবর্তী নির্বাচন নয়, একাদশ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ।
তিনি বলেছেন, ‘আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না, একাদশ নির্বাচন দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে সরকার দাবি না মানলে জনগণই তা আদায় করে নেবে।’
জাতীয়তাবাদী তৃণমূল দলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সব কথা বলেন তিনি।
হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকার অবৈধ। দেশ এবং বিশ্ব দেখেছে কীভাবে তারা জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে।’
উপজেলা নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সুযোগ কম। তাই উপজেলা নির্বাচনে আমরা একক প্রার্থী দিয়ে তাদের জয়ী করার জন্য টিমভিত্তিক কাজ করছি।’
(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)