বইমেলা শুরু হচ্ছে বিকেলে
দ্য রিপোর্ট প্রতিবেদক : শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। ১১ মাস অপেক্ষার পর নবরূপে, নবসাজে সজ্জিত হয়ে শনিবার বিকেল থেকে শুরু হচ্ছে এবারকার গ্রন্থমেলা। আবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ সরব হয়ে উঠবে বইপ্রেমীদের চঞ্চলতায়। সেই প্রাণস্পন্দন ছড়িয়ে পড়বে মেলার সম্প্রসারিত ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানেও।
সদ্য প্রয়াত ভাষা সৈনিক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানকে উৎসর্গ করা এ মেলা বিকেল ৩টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। একাডেমির সভাপতি প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত ভাষণ দেবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্যের মননশীল শাখার ৯টি বিষয়ে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মোট ১১ জনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হবে। এ ছাড়া একই দিনে ফ্রান্স প্রবাসী ফরাসি নাইট খ্যাত বাংলাদেশের খ্যাতিমান মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদারকে ফেলোশিপ প্রদান করা হবে।
(দ্য রিপোর্ট/এমএ/এসকে/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)