চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দু’গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চবি ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘লাইব্রেরির সামনে রেজাউল করিমকে মারধর করে সাধারণ সম্পাদকের কর্মীরা। পরে এ বিষয়টি সমাধান করতে বসলে সোহরাওয়ার্দী হলে অবস্থান করা আমাদের এক কর্মীকে মারধর করে সাধারণ সম্পাদকের কর্মীরা। পরে আমাদের দুই কর্মী আহত হন। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।’
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন দ্য রিপোর্টকে বলেন, ‘যখন চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে ঠিক তখনই ছাত্রলীগে ঘাপটি মেরে থাকা শিবিরের এজেন্ডারা এ ঘটনা ঘটায়। এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত থাকে তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা তাই করব।’
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল দ্য রিপোর্টকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮-১০ রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই হলের সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আর/এনআই/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)