দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে এবার দলের নির্বাচন সমন্বয়কারী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে পার্টির চেয়ারম্যান এরশাদ তাকে দলের মুখপাত্র হিসেবে নিয়োগ দেন।

শনিবার এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ববি হাজ্জাজকে দলের নির্বাচনী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।

এখন থেকে ববি হাজ্জাজ তৃণমূল ও কেন্দ্রের সঙ্গে সব ধরনের নির্বাচনের ব্যাপারে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্ব পেয়ে ববি হাজ্জাজ দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা দেশের জন্য কাজ করতে চাই। রাতে দেশে ফিরেছি। সকাল থেকেই পার্টির কাজ করছি। সবার সহযোগিতা চাই।’

প্রসঙ্গত, গত বছর ১২ ডিসেম্বর এরশাদ হাসপাতালে ‘আটক’ থাকার পর ১৪ ডিসেম্বর মুখপাত্র নিয়োগ পান ববি হাজ্জাজ। ওই দিনই সংবাদ সম্মেলন করে আলোচনায় আসেন ববি। ১৮ ডিসেম্বর র‌্যাব ববি হাজ্জাজকে ‘জোর’ করে বিদেশ পাঠিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। ৩১ জানুয়ারি রাতে বাংলাদেশে ফিরে আসেন তিনি।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪)