নীলফামারীতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর কিশোরগঞ্জে শ্যামলী আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্যামলী মাগুরা ইউনিয়নের গ্রাম পুলিশ আনোয়ারুল ইসলামের স্ত্রী এবং পাশের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের মেয়ে।
পুলিশের ধারণা শুক্রবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শ্যামলী। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দ্য রিপোর্টকে জানান, পারিবারিক কারণে শ্যামলী আত্মহত্যা করে থাকতে পারেন।
(দ্য রিপোর্ট/এএম/এএস/সা/ফেব্রুয়ারি ১, ২০১৪)