সিরাজগঞ্জে অগ্রণী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে অগ্রণী ব্যাংক লিমিডেটের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মুজিব সড়কের পাশে জ্ঞানদায়িনী বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও সিরাজগঞ্জ অঞ্চল প্রধান তৌফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ইছহাক আলী ও সাধারণ সম্পাদক দানিউল ইসলাম দানি।
(দ্য রিপোর্ট/আরএ/এসএন/এএস/সা/ফেব্রুয়ারি ১, ২০১৪)