দ্য রিপোর্ট ডেস্ক : জীবনে-মরণে এক সঙ্গে থাকার প্রতিশ্রুতি হয়ত অনেকেই দেন। কিন্তু বাস্তবে দেখা যায়, জীবনে এক সঙ্গে থাকলেও মৃত্যুর পর ঠিকই আলাদা হতে হয়।

তবে মোটরসাইকেলপ্রেমী বিলি স্ট্যান্ডলিকে মৃত্যু আলাদা করতে পারেনি তার প্রাণপ্রিয় মোটরসাইকেল থেকে।

বিলির শেষ ইচ্ছা অনুযায়ী তার পরিবার হার্লে-ডেভিডসন নামক 'আইকন' মোটরবাইকে চড়া অবস্থাতেই তাকে কবর দেন।

তবে এই কাজটা খুব একটা সহজ ছিল না। এভাবে কবর দেওয়ার জন্য দরকার স্বাভাবিকের চেয়ে বেশি জায়গা। সিট থেকে যেন কখনোই পড়ে না যান, এ জন্য মোটরসাইকেলের সঙ্গে তার মৃতদেহ ধাতব বর্ম ও ফিতা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছিল। পাঁচজন মিলে তৈরি করেছিল তার বিশেষ কফিন।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান পশ্চিম কলম্বাসের বাসিন্দা স্ট্যান্ডলি। শুক্রবার কবর দেওয়া হয় তাকে। (সূত্র: এপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪)