রাঙ্গামাটি সংবাদদাতা : রানীরহাটসহ রাঙ্গুনিয়া উপজেলায় ৬ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতাল ডেকেছে সর্বদলীয় সন্ত্রাস নির্মূল কমিটি।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তালুকদার ও রাশেদ মিয়া চৌধুরীর হত্যার বিচার, সন্ত্রাসীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এ হরতাল ডাকা হয়।

রানীরহাট বাজারে দুই ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সাধারণ ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ইউসুফ মিয়া চৌধুরী, চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিজামুল হক, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল চৌধুরী, রাঙ্গুনীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালীউল্লাহসহ রানীরহাট বাজার ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তালুকদারকে রানীরহাট বাজারে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ছাড়া ২০১২ সালের ১২ আগস্ট সন্ত্রাসীরা হত্যা করে ব্যবসায়ী রাশেদ মিয়া চৌধুরীকে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১, ২০১৪)