চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর দামপাড়া ওয়াসা এলাকায় বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দু’দল ছাত্রের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনায় অন্তত ৩ ছাত্র আহত হয়েছেন। পরে চকবাজার থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আহতদের নাম জানা যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর ফলে কিছুক্ষণের জন্য আশপাশের রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।
(দ্য রিপোর্ট/এপি/এম/ফেব্রুয়ারি ১০, ২০১৬)