দেশে এখনও শিক্ষা সহজলভ্য হয়নি : অর্থমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশে শিক্ষা এখনও সহজলভ্য হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে শনিবার দুপুরে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষা আমাদের দেশে এখনও সহজলভ্য হয়নি। এ ক্ষেত্রে আমাদের এখনও অনেক দূর যেতে হবে।’ দেশে শিক্ষার হার ৮৭ থেকে ৯০ ভাগে উন্নীত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘দেশের প্রতিবন্ধীরা পড়ালেখা করতে পারে না। তাদের পড়ালেখার ব্যবস্থা করা বেশ কষ্টসাধ্য।’
এ সময় অর্থমন্ত্রী ভালো ফলাফলের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও লোভ সংবরণ করার পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মুহিত বলেন, ‘আমি আশা করি, তোমরা আজ যে সকল মানুষের বিশ্বাস ও ভালোবাসা পেলে তার যেন যথাযথ মূল্য দিতে পার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এইচ তাবরেজ।
প্রসঙ্গত, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হচ্ছে। ২১ হাজারেরও বেশি শিক্ষার্থী ওই বৃত্তি পাচ্ছেন।
(দ্য রিপোর্ট/এইচএস/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০১, ২০১৪)