চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন
সভাপতিসহ ১০টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ মোট ১০টি পদে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।
সমিতি কর্তৃক মনোনীত প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। তা চলে ৪টা পর্যন্ত।
এতে ১৯টি পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী মো. কফিল উদ্দিন চৌধুরী ১২৭৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের রতন কুমার রায় পেয়েছেন ৯০৭ ভোট।
সাধারণ সম্পাদকসহ ২টি সম্পাদকীয় পদে জয়লাভ করেছেন নির্দলীয় প্যানেল সমমনা আইনজীবী সংসদ। এ প্যানেলে সাধারণ সম্পাদক পদে এর এস এম জাহেদ বীরু ১২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সমন্বয় পরিষদের মোহাম্মদ আবু হানিফ পেয়েছেন ৮১৬ ভোট।
এদিকে নির্বাহী সদস্য পদের ১০টির মধ্যে ৫টিতে ঐক্য পরিষদ (বিএনপি) ও ৫টিতে সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ) প্রার্থীরা জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশনার আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। সকলেই ফলাফল মেনে নিয়েছেন। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।’
বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৫টায় শুরু হয় ভোট গণনা, তা শেষ হয় রাত সাড়ে ১২টায়। এবারের নির্বাচনে ভোটার ছিল ৩ হাজার ৪০৬ জন। সমিতির ১৯টি পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার নির্বাচনে ভোট পড়েছে মোট ২ হাজার ৮২৮টি।
(দ্য রিপোর্ট/আর/এএসটি/ফেব্রুয়ারি ১১, ২০১৬)