সাতক্ষীরায় ২০০ কেজি কচ্ছপ উদ্ধার
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় প্রায় ২০০ কেজি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সদর দফতরের সামনে থেকে চাকলাদার পরিবহনে তল্লাশি করে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। কচ্ছপগুলোর মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান জানান, উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মূল্য প্রায় দুই লাখ টাকা। পরে কচ্ছপগুলো সাতক্ষীরা পৌর দীঘিতে অবমুক্ত করা হয়।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/আরকে/ফেব্রুয়ারি ১, ২০১৪)