চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান, কোস্টগার্ডে ডিজি
দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোস্টগার্ডে মহাপরিচালক (ডিজি) ও চট্টগ্রাম চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবাল। খালেদ ইকবালকে প্রেষণে এ নিয়োগ দিতে তার চাকরি নৌ-মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত ২০ জানুয়ারি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান।
এ ছাড়া সহকারী নৌ-প্রধান (অপারেশান্স) রিয়ার এ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে প্রেষণে কোস্টগার্ডের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালেয়ে ন্যস্ত করা হয়েছে।
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসনকে নৌবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে।
যশোরের ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে প্রেষণে চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আজমল কবীরকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৬)