পূবালী ব্যাংক সীতাকুণ্ড শাখার অর্ধকোটি টাকা গায়েব
চট্টগ্রাম অফিস : চলন্ত মাইক্রোবাস থেকে পূবালী ব্যাংক সীতাকুণ্ড শাখার অর্ধকোটি টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড থেকে আগ্রাবাদ জোনাল শাখায় নেওয়ার পথে এ বিশাল অংকের টাকা গায়েব হয়ে যায় বলে ব্যাংকটির কর্মকর্তারা সীতাকুণ্ড থানাকে অভিযোগ করেছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই ব্যাংকের পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।
তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিকেলে সীতাকুণ্ড শাখার কর্মকর্তারা আমাকে মৌখিকভাবে জানিয়েছেন সকালে আগ্রাবাদ শাখা থেকে ৮১ লাখ টাকা সীতাকুণ্ড শাখায় আনার পর দুপুরের দিকে একটি মাইক্রোবাসযোগে তা আবার আগ্রাবাদ শাখায় নেওয়ার পথে ৫০ লাখ টাকা খোয়া গেছে। আমরা ব্যাপারটি অনুসন্ধান করে দেখছি। তবে আমার কাছে এ টাকা লোপাটের ঘটনাটি সাজানো বলে মনে হচ্ছে।’
ওসি জানান, ব্যাংকটির সীতাকুণ্ড শাখার ম্যানেজার টেলিফোন করে অভিযোগ করেছেন, তাদের মাইক্রোবাসটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। পেছনের দরজা খোলা ছিল। সেখানে ৫০ লাখ টাকা নেই।
এ ব্যাপারে পূবালী ব্যাংকের সীতাকুণ্ড থানায় টিএ্যান্ডটি নাম্বারে যোগাযোগ করা হলে নাম-পরিচয় না দিয়ে একজন বলেন, ‘ম্যানেজার সাহেব বাইরে আছেন।’
টাকা খোয়া যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না।’
এদিকে আগ্রাবাদ শাখায় ফোন করলে ম্যানেজার (ইনচার্জ) নাজমুল হক বলেন, ‘টাকা খোয়া যাওয়ার ব্যাপারে কেউ আমাদের জানায়নি। কীভাবে কোথায় টাকা খোয়া গেছে তা আমি বলতে পারব না। আমরা অফিসাররা আমাদের বার্ষিক বনভোজন নিয়ে একটু ব্যস্ত আছি।’
(দ্য রিপোর্ট/এসবি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৬)