খুলনা সংবাদদাতা : কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানির যথাযথ ব্যবস্থাপনা এবং নদী-খাল-পুকুর পুনঃখনন ও ইজারামুক্তের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাওসেড’র নির্বাহী পরিচালক শামীম আরফীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শীলু আহমেদ, সেলিম আহমেদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএটি/এসএন/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১, ২০১৪)