টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ২
টাঙ্গাইল সংবাদদাতা : জেলার কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল যোগে দুই আরোহী এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। সড়কের সল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহীর মৃত্যু হয়।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/এআর/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০১, ২১০৪)