এই বসন্তে প্রিয়তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : মিজ আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি এখন বাংলাদেশে। ব্যক্তিগত এবং সামাজিক কিছু কাজের প্রয়োজনে নিজের দেশে এসেছেন এই আয়ারল্যান্ড সুন্দরী। ঢাকায় এসেই দেখতে গিয়েছিলেন চিত্রনায়িকা দিতিকে। আড্ডা দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন। এরই ফাঁকে ঋতুরাজ বসন্তকে ঘিরে ফটোশুটেও অংশ নিয়েছেন।
বসন্তের বাহারি সাজে দেখা গেছে প্রিয়তিকে। রাজধানীর গুলশান পার্কে প্রিয়তির ছবি তুলেছেন শিফান সিয়াম। ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঙ্গে এবারের বসন্ত বরণ করছেন প্রিয়তি। রাজধানীর শান্তিনগরে ৩৫জন ক্যান্সার আক্রান্ত শিশুর সঙ্গে ফাল্গুনের পয়লা দিনটি কাটাচ্ছেন এই আয়ারল্যান্ড সুন্দরী।
প্রিয়তি বলেন, ‘ঋতুরাজ বসন্ত বাঙালির জীবনে মিশে আছে প্রকৃতির নিয়মে। ভিনদেশে থাকলেও নিজের দেশের সংস্কৃতিকে অনেক বেশি অনুভব করি। এবার ঢাকায় আসার পরিকল্পনার সঙ্গে বসন্তের কথা ভেবেছি। এছাড়া মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাবো।’
ফাল্গুনের পয়লা দিনটা কাটাবেন ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঙ্গে। প্রিয়তি বলেন, ‘শান্তিনগরের একটি হাসপাতালে ৩৫জন ক্যান্সারে আক্রান্ত শিশুর সঙ্গে বসন্ত বরণ করবো। তাদের সঙ্গে কাটানো সময়গুলো আমার বসন্তকে রাঙিয়ে দেবে।’
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন প্রিয়তি। সেখানে তিনি মডেলিং এর পাশাপাশি বৈমানিক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। কাজ করছেন ফ্লাইট ইন্সট্রাকটর হিসেবে। ২০১৪ সালে তিনি মিজ আয়ারল্যান্ড নির্বাচিত হন। এরপর গেলো বছর ‘মিস আর্থ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার সম্মান অর্জন করেন। হলিউড-বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। অভিনয় করছেন আয়ারল্যান্ডের চলচ্চিত্রে।
এবারের সফরে ১০ দিনের মতো বাংলাদেশে থাকবেন প্রিয়তি। তিনি বলেন, ‘মিডিয়ার কোন কাজ নয়। একেবারেই সামাজিক আর ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছি। বসন্ত উদযাপন করবো এবং একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো।’
(দ্য রিপোর্ট/পিএস/এসআর/এনআই/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)