চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড কদমরসুল এলাকায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ জুয়েল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টায় কেশবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জুয়েল স্থানীয় সানমান টেক্সটাইল কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আবুল কাশেমের ছেলে।

ফৌজদারহাট জি আর পি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনোরঞ্জন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফজরের নামাজ শেষে ডাউন রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন জুয়েল নামের ওই শ্রমিক। এ সময় ঢাকা থেকে আসা চট্টগ্রামমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এসবি/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)