বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক পৌর ভবন ও পৌরসভার অধীনে নির্মিত তিনটি অভ্যন্তরীণ সড়কের ফলক উন্মোচন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। প্রতিমন্ত্রী শনিবার সকালে পৌর ভবন ও সড়কগুলোর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেছেন, ‘পাহাড়ের উন্নয়নে আওয়ামী লীগ সরকার খুবই আন্তরিক। পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদগুলোকে শক্তিশালী করে তুলতে নানামুখী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে জনগণকে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি খুঁজে নেওয়ার সুযোগ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। দেশের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছুই করতে প্রস্তুত বর্তমান সরকার।’

পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা জানান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থায়নে দুই কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে আধুনিক পৌরসভা ভবন নির্মাণ করা হয়েছে। দাতা সংস্থা এডিবির প্রকল্প অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে কালাঘাটা নন্দনকানন সড়ক, ৪০ লাখ টাকা ব্যয়ে বালাঘাটা পানছড়া সড়ক ও ২৫ লাখ টাকা ব্যয়ে বালাঘাটা হিন্দু শ্মশান সড়ক নির্মাণ করেছে পৌরসভা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ জন প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৪)