সিলেট অফিস : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নারী কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী দিবা রাণী দে বাবলীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর সোবহানীঘাটস্থ নিজস্ব বাসভবন থেকে শনিবার বিকেল ৪টায় পুলিশ তাকে গ্রেফতার করে।

এসএমপি’র কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দ্য রিপোর্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমজেএইচ/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৪)