সদস্য পদ হারালেন সিএমইউজের ৪ সদস্য
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) ‘শৃঙ্খলাভঙ্গ ও বেআইনি অপরাধমূলক কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে সংগঠনটির চার সাংবাদিক তাদের সদস্য পদ হারিয়েছেন।
সদস্য পদ হারানো সাংবাদিকরা হলেন— মিজানুর রহমান চৌধুরী, হাসান মুকুল, এয়াকুব আলী মনি ও লোকমান চৌধুরী।
মহানগরীর লাভলেইস্থ সিএমইউজে মিলনায়তনে শনিবার বিকেলে অনুষ্ঠিত সিএমইউজের সহ-সভাপতি মুস্তফা নঈমের সভাপতিত্বে এক সমাবেশে এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি।
(দ্য রিপোর্ট/জেএস/এসবি/এম/ফেব্রুয়ারি ১৪, ২০১৬)