দ্য রিপোর্ট ডেস্ক : পাল্টে যাচ্ছে ইংল্যান্ডের কোচ। দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অল রাউন্ডার অ্যাশলে জাইলস। এই ঘটনা অস্ট্রেলিয়ায় মহাবিপর্যয়ের সঙ্গে কোচ অ্যান্ডি ফ্লাওয়ার-পিটারসেনের বিবাদের ফল হিসেবেই দেখছেন অনেকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান জাইলস ক্লার্ক ইঙ্গিত দিয়েছেন, ‘অ্যাশলে জাইলস অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন।’ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে ধবলধোলাই হওয়ায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন ফ্লাওয়ার।

গত শুক্রবারই পদত্যাগপত্র জমা দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ড নিজেদের হারানো গৌরব ফিরে পেতে পারে; সেজন্য এই পরিবর্তনের পথ করে দিতেই এই সিদ্ধান্ত ফ্লাওয়ারের। অ্যাশলে জাইলস ৩ ফরম্যাটেই ইংল্যান্ডকে কোচিং দিয়ে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ক্লার্ক। তবে নিয়োগ প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি।

নতুন কোচ কে হচ্ছেন এই জল্পনা-কল্পনা শুরু হয়েছ অ্যাশেজে নাকাল হওয়ার পরপরেই। এ ক্ষেত্রে সবার আগেই জাইলসের নাম উঠে এসেছে। ক্লার্ক মেলবোর্নে বলেছেন, ‘জাইলস খুবই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ইংল্যান্ডের হয়ে সে অনেক ম্যাচ খেলেছে এবং এই খেলাটিকে সে সমীহ করে।’ অ্যাশলে জাইলস ৫৪ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। অলরাউন্ডার জাইলস টেস্টে ১৪২১ রানের সঙ্গে নিয়েছেন ১৪৩ উইকেটও। আর ওয়ানডে খেলেছেন ৬২টি। ইসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটনও ওর (জাইলস) ব্যাপারেই আগ্রহ দেখিয়েছেন। এ ব্যাপারে তার ভাষ্য, ‘ডাউনটন সে পথেই হাঁটছেন। যতদূর জানি তিনি জাইলসের সঙ্গে কথা অব্যাহত রেখেছেন।’

নিজ থেকে পদত্যাগপত্র দেওয়া ফ্লাওয়ার সম্পর্কে ক্লার্ক বলেছেন, ‘ইংলিশ ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারের। আমি বিশ্বাস করি, সে আমাদের সঙ্গে এখনও রয়েছে। কারণ সেই অন্যতম ইংলিশ সফল কোচ। আমরা নতুনদের মধ্যে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

(দ্য রিপোর্ট/এএস/সিজি/আরকে/ফেব্রুয়ারি ০১, ২০১৪)