সাভার সংবাদদাতা : সাভারে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ওয়াজেদ আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী গাইবান্ধার পলাশবাড়ি এলাকার মনোহারপুর গ্রামের লাল মিয়ার ছেলে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার ওসি মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন পথচারী ওয়াজেদ। এ সময় ধামরাইয়ের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা ধামরাই-গুলিস্তান পরিবহনের একটি বাস ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৪)