উত্তর বারিধারা-ফেনী সকারের ড্র
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে বারিধারা ও ফেনী সকার ক্লাব। ১-১ গোলে ড্র হয়েছে ২ দলের খেলা।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৭ মিনিটে বারিধারাকে এগিয়ে দিয়েছেন মিডফিল্ডার শহিদুল ইসলাম স্বপন। নাইজেরিয়ান মিডফিল্ডার কসোকোর থেকে বল পেয়ে ডান পায়ের জোড়ালো শটে জালে বল পাঠিয়েছেন এই মিডফিল্ডার (১-০)।
খেলার ২৯ মিনিটে সমতায় ফিরেছে ফেনী সকার। ফরোয়ার্ড তুর্যর মাইনাস থেকে বল পেয়ে গোল করেছেন ম্যাথিও ম্যান্ডি (১-১)।
প্রথমার্ধ ১-১ গোলের সমতায় থেকেই বিশ্রামে গেছে সকার-বারিধারা। যদিও বিরতির পর ব্যবধানে হেরফের হয়নি। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ২ দলকে।
এ ড্রয়ে ৭ ম্যাচে উত্তর বারিধারা সংগ্রহ ৭ পয়েন্ট। আর সমান সংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয় টেবিলের তলানীতে রয়েছে সকার ক্লাব।
এদিকে একই ভেন্যুতে পরের খেলায় চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান। গোল করেছেন তৌহিদুল আলম সবুজ (৩৮ মিনিট) ও জাহিদ হাসান এমিলি (৪৭ মিনিট)। এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে উঠেছে মোহামেডান। আর সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৪।
(দ্য রিপোর্ট/আরআই/সিজি/সা/ফেব্রুয়ারি ১, ২০১৪)