বিড়ম্বনাহীন ল্যাপটপ ব্যবহার
দ্য রিপোর্ট ডেস্ক : আধুনিক কর্মব্যস্ত জীবনে ল্যাপটপ অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস। ব্যবহারের মেয়াদকাল বেশি হলে বা স্পেস এর তুলনায় ফাইল বেশি হয়ে গেলে অনেক সময়ে ল্যাপটপের মাথা বিগড়ে যায়। এই সমস্ত বিড়ম্বনা থেকে রেহাই পেতে কিছু হেল্প টিপস জেনে রাখুন-
কাজের ফাঁকে মাঝেমধ্যে ব্যাটারির সংযোগ পরিষ্কার করুন।
ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
অহেতুক অনেক উইন্ডো খুলে রাখবেন না। দরকার ছাড়া অন্য উইন্ডোগুলো বন্ধ করে রাখুন।
হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন। সিডি/ডিভিডি রম বা পেন ড্রাইভ থেকে অনেক বেশি পাওয়ার নেয়।
বাতাস প্রবাহের জন্য পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন। সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
অভিজ্ঞ না হলে হার্ডডিস্ক ও সিপিইউ ব্যবস্থাপনায় পেশাদারদের সাহায্য নিন।
ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২-৩ সপ্তাহ পর মাঝেমধ্যে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারির আয়ু কমে যাবে।
অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।
দরকার ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
(দ্য রিপোর্ট/কেএম/সা/ফেব্রুয়ারি ১,২০১৪)