জাবিতে ৫ দিনব্যাপী নাট্যোৎসব শুরু ৫ ফেব্রুয়ারি
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘ক্রান্তিকালের বাধন খুলে উড়ুক সবার স্বপ্ন ডানা’ স্লোগানকে ধারণ করে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’-এর ৩৪ বছর পূর্তি উপলক্ষে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘নাট্য উৎসব ২০১৪।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন ৫ দিনব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
উৎসবের প্রথম দিন থাকছে গুণীজন সম্মাননা এবং প্রাচ্যনাটের প্রযোজনায় নাটক ‘গন্ডার।’ দ্বিতীয় দিন থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘সম্র্রাট জোন্স।’ তৃতীয় দিন থাকছে গুণীজন সম্মাননা ও পুনর্মিলনী এবং বটতলার প্রযোজনায় নাটক ‘ট্রায়াল অব মাল্লাম ইলিয়া।’ চতুর্থ দিন থাকছে সম্মাননা ও জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘বউ’ এবং জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় নাটক ‘নকশি কাঁথার মাঠ।’ শেষ দিনে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি রয়েছে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘এলেকশান ক্যারিকেচার।’
উৎসবের প্রতিটি নাটকই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
নাট্যোৎসবে নাট্যব্যক্তিত্ব হিসেবে আজাদ আবুল কালাম, শিক্ষাব্যক্তিত্ব অধ্যাপক এ এফ সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক ড. এ এ মামুন ও সামিনা লুৎফা নিত্রাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/এএস/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৪)