চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ইউনিয়ন কৃষি স্কুল এলাকায় ঘটনাটি ঘটে।

গুরুতর অবস্থায় ৬ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরমুখী বাস (চট্টগ্রাম-জ ১৫৬৮) প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সকাল ১১টার দিকে পটিয়া ইউনিয়ন কৃষি স্কুল এলাকা অতিক্রমকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ৩০ যাত্রী আহত হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দৌলন আচার্য্য দ্য রিপোর্টকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খাদের নিচ থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এএসটি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৬)