চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে হিংস্র কুকুর লেলিয়ে ও ভবনের ছাদ থেকে ফেলে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলার অন্যতম আসামি মাহবুব আলী ড্যানিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ এলাকার খাজা মঞ্জিলের নিজ বাসা থেকে ড্যানিকে গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে পলাতক ড্যানি রাতে গোপনে এসে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করত। গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে তাকে ধরার জন্য আমরা সোর্স নিয়োগ করি। সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। ড্যানি পাঁচলাইশের বাসিন্দা আহাম্মদ আলী খানের ছেলে।

উল্লেখ্য, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের ১০১ নম্বর বাড়ির চারতলায় হিমুকে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্মমভাবে নির্যাতন করে সেখান থেকে ফেলে দেয় অভিজাত পরিবারের কয়েকজন বখাটে যুবক। গুরুতর আহত হিমু ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাশ অসিত বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন― জাহিদুর রহমান শাওন, শাহাদাত হোসেন সাজু, মাহবুব আলী ড্যানি, জুনায়েদ আহমেদ রিয়াদ ও তার বাবা শাহ সেলিম টিপু। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচার শুরু হয়।

(দ্য রিপোর্ট/এপি/এম/ফেব্রুয়ারি ১৬, ২০১৬)