চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রাম অফিস : জেলার সাতকানিয়া এবং নগরীর বাকলিয়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে।
নগরীর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা হুমায়ুন কবির দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে সাতকানিয়ার বাজালিয়া এলাকার বটতলী গ্রামে আগুন লাগে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি। এ আগুনে ৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
তিনি আরও বলেন, একই সময়ে নগরীর বাকলিয়ায় ভেড়া মার্কেট এলাকায় অপর একটি অগ্নিকাণ্ডে একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে লামাবাজার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এএসটি/এনঅাই/ফেব্রুয়ারি ১৭,২০১৬)