বান্দরবান প্রতিনিধি : জেলার নাইক্ষ্যংছড়ি থেকে শনিবার বিকেলে পাঁচটি এলজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উপজেলার দোছড়ি ইউনিয়নের মেনথং পাড়া থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি- ৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মীর হাসান দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোছড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জামিউল আহম্মেদের নেতৃত্বে মিয়ানমার সীমান্তের ৫৪ নাম্বার পিলারের পাশের মেনথং পাড়ায় অভিযান চালায়। অভিযানে জুমঘর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এলজি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)