নোয়াখালী সদরে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত
নোয়াখালী সংবাদদাতা : উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী সদরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে দফায় দফায় বৈঠকের পর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
প্রার্থী মনোনয়নে জেলা শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হল রুমে বিকেল ৩টা থেকে বৈঠক করে আওয়ামী লীগ নেতারা। পরে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর বাসায় বৈঠক শেষে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, ভাইস-চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলদার উদ্দিন চৌধুরী মিল্লাত, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমিন উল্যাহর সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলুফা মমিনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
অপরদিকে, বিকেল ৪টায় জেলা আইনজীবী সমিতির হল রুমে দীর্ঘ বৈঠকে প্রার্থী বাছাই করতে পারেনি বিএনপি। পরে সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানের বাসায় বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. শাহজাহান।
বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল থেকে চেয়ারম্যান পদে জেলা যুবদলের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, ভাইস চেয়ারম্যান পদে জেলা জাসাসের আহ্বায়ক ও সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাঁধের হাট গোরাপুর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মরহুম মাওলানা সুলতান আহম্মদের কন্যা ও ব্যবসায়ী সোহেলের সহধর্মিনী শামীমা আক্তারকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
(দ্য রিপোর্ট/এইউএম/এসএন/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)