১০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা
বেনাপোল (যশোর) সংবাদদাতা : ১০ টাকা না পেয়ে মায়ের ওপর অভিমান করে শনিবার দুপুরে আত্মহত্যা করেছেন জোহরা আক্তার বৃষ্টি (১৫) নামের এক স্কুলছাত্রী।
বৃষ্টি বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং বেনাপোল বড়আঁচড়া গ্রামের মাহাবুব মিস্ত্রীর মেয়ে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, বৃষ্টি লেখাপড়ায় ভালো ছিল। ১০ টাকার জন্য মা-বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, স্কুলে যাওয়ার সময় মায়ের কাছে টিফিনের টাকা চায় বৃষ্টি। কিন্তু অভাবের সংসার হওয়ায় টাকা দিতে পারেননি মা। স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের সঙ্গে ঝগড়া হয় তার। দুপুরের খাওয়া শেষে সবাই বাইরে গেলে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
বৃষ্টির বাবা মাহবুবুর পেশায় রাজমিস্ত্রী। তার পাঁচ মেয়ে ও দুই ছেলের মধ্যে বৃষ্টি সবার বড়।
(দ্য রিপোর্ট/জেএইচ/এএইচএ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)