‘লতিফকে জনগণের ক্ষোভের আগুনে পুড়তে হবে’
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগর আওয়মী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বর্ণচোরা ও কুলাঙ্গারদের দাম্ভিকতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর ছবিকে বিকৃত করে লতিফ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও তার বর্তমান ও অতীত কর্মকাণ্ড জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। তাই তাকে জনগণের ক্ষোভের আগুনে পুড়তেই হবে।
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে মহানগর যুবলীগের ৮টি ওয়ার্ডের যৌথ কর্মিসভায় বুধবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিউদ্দিন বলেন, হাইব্রিড আওয়ামী লীগাররা আখের গোছাতে তৎপর। এদের অনেকেই চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী। অবৈধভাবে তারা বিপুল পরিমাণ অর্থবৃত্তের মালিক হয়েছেন। এরা ক্ষমতার অপব্যবহারই শুধু করেননি, মহান মুক্তযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে তলে তলে অবস্থান নিয়েছেন। তাদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে হবে।
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে। লতিফের মত বর্ণচোরা কুলাঙ্গারদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে। লতিফকে আর কিছুতেই সংসদ সদস্য বলা যেতে পারে না। তার পরিচয় একটাই, তিনি একজন অসৎ প্রকৃতির কুলাঙ্গার। তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। যেখানেই তিনি যাবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে।
কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমন।
অধ্যাপক কাজী মুজিবের সভাপতিত্বে ও আবদুর রাজ্জাক দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বেলায়েত হোসেন বেলাল, আঞ্জুমান আরা আঞ্জু, শহীদুল ইসলাম মুকবুল, শহীদুল ইসলাম শামীম, রতন কুমার মল্লিক, ওয়াসিম উদ্দিন, সনৎ বড়ুয়া, তৌহিদ আজিজ, সাহেদুল ইসলাম সাহেদ, আহমেদ আবদুর রহিম ও শাহিন সরোয়ার।
(দ্য রিপোর্ট/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৬)