আদমদীঘিতে অপহৃতা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়া সংবাদদাতা : জেলার আদমদীঘিতে অপহৃতা নবম শ্রেণীর মাদ্রাসাছাত্রী ফাইমাকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী কড়ই গ্রামের উম্মেত আলীর ছেলে আবু বক্কর (৩৫) ও মোহাম্মদ আলীর ছেলে ওবাইদুলকে (২৫) গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিএসআই শরিফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, দুপচাচিয়ার পরানপুর গ্রামের কালামের বাড়ি থেকে শুক্রবার রাতে মাদ্রাসাছাত্রী ফাইমাকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
অপহরণের ঘটনায় ছাত্রীর পিতা ছোলাইমান আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির কড়ই আকন্দপাড়ার ছোলাইমান আলীর নবম শ্রেণীর মাদ্রাসায় পড়া ছাত্রী ফাইমা বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিদিনের মতো কড়ই কাবীলাবাদ মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে দুপুর ২টায় নিজ বাসায় ফেরার পথে শানার বাড়ির সামনে কালাম (১৮) এবং তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)