চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে একটি কলেজের পিকনিকের বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক শিক্ষার্থী।

মহানগরীর বাকলিয়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আহত মনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বান্দরবানের উদ্দেশে তাদের বিভাগের একটি বাস কলেজ ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। সকাল ৯টার দিকে বাসটি বাকলিয়া থানা এলাকায় পৌঁছলে হঠাৎ বাস লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাসের জানালার কাচ ভেঙে যায়। বিস্ফোরিত ককটেলের কিছু অংশ তার শরীরে এসে পড়ে। এতে তিনি আহত হন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর দ্য রিপোর্টকে বলেন, ‘চট্টগ্রাম কলেজের একটি পিকনিক বাসে ককটেল বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। ব্যাপারটি আমরা দেখছি। কারা এটা ঘটিয়েছে তাদের আমরা চিহ্নিত করে ব্যবস্থা নেব।’

(দ্য রিপোর্ট/এসএম/এএসটি/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)