চট্টগ্রামে সাবেক কাউন্সিলরসহ ১২ বিএনপি নেতাকর্মী কারাগারে
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলসহ বিএনপির ১২ নেতাকর্মীকে হাজতে পাঠিয়েছেন আদালত।
নাশকতার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় আসামিরা বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন— ৩৯নং ইপিজেড ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির আহ্বায়ক সরফরাজ কাদের রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য মোজাদ বারেক, বিএনপি নেতা শাহজাহান, যুবদল নেতা-হাসান মুরাদ, মিজানুর রহমান পারুল, সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সোহেল, নওশাদ, ওয়ারূপ, জাবেদ, সাদ্দাম ও জালাল।
বাদীপক্ষের আইনজীবী মফিজুল হক ভুঁইয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৪ সালের বন্দরটিলায় ককটেল ও বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলায় উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন পায় বিএনপির এসব নেতাকর্মী। উচ্চ আদালতের নির্দেশে আজ তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।
(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)