দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মৃত্যুদণ্ডাপ্রাপ্ত আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার উদ্যোগ নেবে সরকার। রায় ঘোষণার পর রবিবার নিজ কার্যালয়ে রবিবার সকালে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আশা করি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে দেশে ফিরিয়ে আনা হবে এবং রায় কার্যকর করা হবে। তিনি বলেন, এ বিচার অত্যন্ত স্বচ্ছ ও আন্তর্জাতিক মান বজায় রেখে করা হয়েছে। সুতরাং পুরো বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার কোনো গ্রহণযোগ্যতা নেই।

তিনি আরও বলেন, ‘মামলা চলাকালীন সময় এদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। সেজন্য পত্র পত্রিকায় নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আসেনি। যার ফলে তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে এবং সকল আইনবিধি মেনেই তাদের কর্মকাণ্ডের জন্য আদালত সর্ব্বোচ্চ শাস্তি দিয়েছেন।’

আইনমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সঙ্গে আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন জড়িত ছিল। স্বাধীনতার পর এরা দেশ থেকে পালিয়ে একজন লন্ডনে এবং অন্যজন আমেরিকায় যায়।’

অন্য দিকে আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় সন্তুষ্টি জানিয়ে বলেন, ‘গোলাম আজম ছিল যুদ্ধাপরাধের পথ প্রর্দশক। আশরাফুজ্জামান এবং মইনুদ্দিন ছিলেন বাস্তবায়ক। আদালত তাদের সব্বোচ্চ শাস্তিই দিয়েছেন।’

(দিরিপোর্ট২৪/ওএস/এমডি/এইচএস/নভেম্বর ০৩, ২০১৩)