বড় পর্দায় ‘বড়দা মিঠু’
দ্য রিপোর্ট প্রতিবেদক : নাম মাহমুদুল ইসলাম মিঠু হলেও ‘বড়দা মিঠু’ হিসেবেই তিনি বেশ পরিচিত। এতদিন ছোটপর্দায় কাজ করলেও এবার বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিষেক ঘটছে তার।
মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগে যদি জানতাম তুই হবি পর’ চলচ্চিত্রের মধ্যদিয়ে বড় পর্দায় আসছেন বড়দা মিঠু। ৫ ফেব্রুয়ারি থেকে পূবাইলে চলচ্চিত্রটির শুটিং শুরু হচ্ছে।
বড়দা মিঠু এ সম্পর্কে বলেন, ‘এটাই প্রথম বাণিজ্যিক ধারার চলচ্চিত্র। এর আগে অনুদানের চলচ্চিত্রে অভিনয় করেছি। প্রশান্ত অধিকারির ‘হাডসনের বন্দুক’ ও মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্রে অভিনয় করছি। তবে লিড চরিত্র এবারই প্রথম।’
পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘রোমান্টিক অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রে তিনি নায়কের বাবার চরিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রে তিনি ভিলেন হিসেবে আবির্ভূত হচ্ছেন।’
তরুণ অভিনয় শিল্পীদের পাশাপাশি প্রবীণদের সঙ্গে কাজ করবেন তিনি। এ চলচ্চিত্রে রয়েছেন- নবাগত অভি, আরিয়ান, পুষ্পিতা, মিজু আহমেদসহ আরও অনেকে।
(দ্য রিপোর্ট/আইএফ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)