চট্টগ্রামে হুজি সদস্য মাহফুজুর জামিনে মুক্ত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য মাহফুজুর রহমান। শুক্রবার বিকেলে তিনি মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান বলে নিশ্চিত করেছে কারাগার কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ জাহেদুল আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘রাউজান থানার সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনের দুই মামলায় মাহফুজুর রহমানের জামিননামা কারাগারে আসে বৃহস্পতিবার সন্ধ্যায়। এগুলো যাচাই-বাছাই করে শুক্রবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
সূত্র জানায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার রাবার বাগান গোদারপাড় এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে বাঁশের বেড়া দিয়ে জঙ্গি প্রশিক্ষণ চলাকালে জিহাদি বই, গন্ধক, বারুদ পাউডার, তারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব-৭ এর একটি দল। এ সময় প্রশিক্ষণরত অবস্থায় মাহফুজুর রহমানসহ ছয়জনকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন উপ-সহকারী পরিচালক আইয়ুব আলী বাদী হয়ে রাউজান থানায় দু’টি মামলা করেন। মামলা দু’টিতে ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীও আসামি রয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
পুলিশ তদন্ত শেষে র্যাব দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। বর্তমানে মামলা দু’টির সাক্ষ্যগ্রহণ চলছে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।
(দ্য রিপোর্ট/এসবি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)