মীর মোহাম্মদ ফারুক, ইজতেমা ময়দান থেকে : তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লি রবিবার ফজরের নামাজ আদায় করেন। পরে দুই মুসল্লির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতে ইজতেমা ময়দানে মারা যান তারা। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, ফজরের নামাজের সারি ইজতেমা ময়দান পেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে পৌঁছে। মহাসড়ক বন্ধ করে নামাজ আদায় করেন মুসল্লিরা।

ভোর ৫টায় আব্দুল্লাহপুর ও ভোগড়া বাইপাস এলাকায় বেরিয়ার দিয়ে পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে নামাজে শরিক হতে হয় মুসল্লিদের।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএআর/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)