চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংর্ঘষে মোহাম্মাদ জিকু (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় তার বাবা মোহাম্মাদ হাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন। হাটহাজারী থানার বাসস্ট্যান্ডের কলাবাগান এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা রাঙ্গামাটি জেলার সেহেরি বাজার এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, হাটহাজারীর বাসস্ট্যান্ড এলাকায় সকাল ৭টার দিকে সিএনজি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ছেলে জিকুকে মৃত ঘোষণা করেন। বাবা আবুল হাসেমের অবস্থাও আশঙ্কাজনক।
(দ্য রিপোর্ট/এসএম/এনআই/ফেব্রুয়ারি ২০, ২০১৬)