পটিয়ায় মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্র নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় জাহেদুল ইসলাম জিদান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
উপজেলার মনছুর বাজার এলাকায় শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জিদান স্থানীয় হলি চাইল্ড স্কুলের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল জিদান। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এসআর/এএসটি/এইচ/ফেব্রুয়ারি ২০, ২০১৬)