নাটোরে মহিলা ইজতেমা রবিবার শেষ
নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে দুই দিনব্যাপী অষ্টম মহিলা ইজতেমার শেষ দিন রবিবার। শনিবার হাফেজ রেনু বেগমের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা। রবিবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিন।
২০০৭ সাল থেকে এলাকার সমাজসেবী শের আলী শেখ নিজ উদ্যোগে আয়োজন করেন এ মহিলা ইজতেমার। এর পর থেকে প্রতিবছরই এ ইজতেমা হয়ে আসছে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় যেহেতু মহিলারা যেতে পারেন না, সে কারণে তাদের জন্য এ আয়োজন। মহিলাদের জন্য মৌখড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের মহিলা হোস্টেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন এ ইজতেমায় আগত মহিলা মুসল্লিদের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে। রবিবার বাদ আসর ইসলামী চিন্তাবিদ ড. হাফিজা নাসরিনের পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)