মওদুদসহ বিএনপির ৪ নেতার জামিন স্থগিতের আবেদন খারিজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদসহ ৪ নেতার জামিন স্থগিতের ব্যাপারে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ রবিবার সকালে আবেদন খারিজ করে দিয়ে এ আদেশ দেন।
এরা হলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও দলের চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। আসামিপক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। আসামিপক্ষের আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার পূর্বেই আদালত এ আদেশ দেয়।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাহাঙ্গীরে হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেছিলেন। এরপর এ জামিন আদেশ স্থগিতের জন্য আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
(দ্য রিপোর্ট/এসএ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২, ২০১৪)