একুশে ফেব্রুয়ারি বইমেলার দুয়ার খুলবে সকাল ৮টায়
দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রবিবার অমর একুশে গ্রন্থমেলার দ্বার খুলবে সকাল ৮টায়। চলবে রাত ৮টা পর্যন্ত।
দিবসে বাংলা একাডেমি নানা কর্মসূচি নিয়েছে। রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাপরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে বাংলা একাডেমির পক্ষ থেকে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
সকাল সাড়ে ৭টায় গ্রন্থমেলার মূলমঞ্চে রয়েছে স্বরচিত কবিতা পাঠের আসর। এতে সভাপতিত্ব করবেন কবি আসাদ চৌধুরী।
বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘অমর একুশে বক্তৃতানুষ্ঠান ২০১৬’। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘আবাসন : বিশ্বে ও বাংলাদেশে’ শীর্ষক একুশে বক্তৃতা করবেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
(দ্য রিপোর্ট/এমএ/আরএমএম/ ফেব্রুয়ারি ২০,২০১৬)