পাভেল রহমান, দ্য রিপোর্ট: ছয় দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে ভাষা আন্দোলনের। বাঙালি জাতির গুরুত্বপূর্ণ এই অর্জন নিয়ে নির্মিত হয়নি কোন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার সেই সৃজন বন্ধ্যাত্ব ঘুচাতে চান গুণী অভিনয়শিল্পী ও নির্মাতা রোকেয়া প্রাচী। ভাষা আন্দোলনকে উপজীব্য করে নির্মাণ করতে চান পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর জন্য প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি। কিন্তু অর্থ সংকটের কারণেই সিনেমাটি নির্মাণ করতে পারছেন না রোকেয়া।

এ প্রসঙ্গে রোকেয়া প্রাচী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার ক্ষেত্রে প্রযোজকরা আগ্রহী হন না। কারণ ব্যবসায়িকভাবে লোকসান হওয়ার সম্ভাবনায় বেশি। এক্ষেত্রে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। আমি একটা চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছি। চিত্রনাট্যও তৈরি করা আছে। কিন্তু অর্থ সংকটের জন্য শুরু করতে পারছি না। আগামী বছর এই চলচ্চিত্রটির নির্মাণ শুরু করবো আশা করছি।’

২০১০ সালে রোকেয়া প্রাচী নির্মাণ করেছিলেন তথ্যচিত্র ‘বায়ান্নর মিছিলে’। ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতকে মুখ্য প্রেক্ষাপট ধরে মূলত ভাষা আন্দোলনকেই তুলে ধরা হয়েছে এ তথ্যচিত্রটিতে। রোকেয়া প্রাচী জানান, মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা আর মমত্ববোধ থেকেই তিনি নির্মাণ করেছেন ‘বায়ান্নর মিছিলে’

রোকেয়া প্রাচী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে হয়েছে। পুরো তথ্যচিত্রটি শেষ হতে সময় লেগেছে এক বছর। বায়ান্নর মিছিলে তথ্যচিত্রটি প্রথম প্রচার করে চ্যানেল আই। এ ছাড়াও লেজার ভিশনের ব্যানারে তথ্যচিত্রটি ডিভিডি আকারে বাজারে প্রকাশ করা হয়েছে।’

ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়ে রোকেয়া প্রাচী বলেন, 'ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন। এ ব্যপারে সরকারকে এগিয়ে আসতে হবে।'

(দ্য রিপোর্ট/পিএস/আরএমএম/ফেব্রুয়ারি ২১, ২০১৬)