ঝিনাইদহে শিশুর মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রথখোলা গ্রামের একটি পরিত্যক্ত কুয়া থেকে হযরত আলী (৭) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রথখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
হরিণাকুণ্ডু থানর (ওসি) মহিবুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়া থেকে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার রাতে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যা করে কুয়ার ভেতর ফেলে রাখে। ময়নাতদন্তের জন্য শিশু হযরত আলীর মৃতদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/আরএইচ/ইইউ/এসবি/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)